গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

  ১২ জানুয়ারি, ২০২২

স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ ফেরদৌসের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উঠেছে। ‘স্যার সম্মোধন না করায় স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা কর্তৃক শিক্ষা অফিসার লাঞ্চিত’ শিরোনামে কয়েকটি অনলাইন ও প্রিন্ট পত্রিকায় প্রকাশিত হয়। তবে স্বাস্থ্য কর্মকর্তার দাবি তার সুনাম ক্ষুণœ করার জন্য একটি গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছেন।

গত সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিজ কার্যালয়ে ডা. আসিফ ফেরদৌস সাংবাদিকদের বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের টিকা প্রদান কার্যক্রম চলমান আছে। টিকা প্রদানের শুরু থেকেই প্রতিটি ইউনিয়ন ভিত্তিক তালিকা উপজেলা মাধ্যমিক অফিসার শাহানাজ বেগমের কাছে চেয়ে আসছেন। কিন্তু তিনি এ তালিকা না দেয়ায় প্রতিদিনই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার শিক্ষার্থী টিকা নিতে আসায় কার্যক্রম ব্যহত হচ্ছে। এ বিষয়ে তিনি গত রবিবার দুপুরে আবারো উপজেলা মাধ্যমিক অফিসারের মোবাইলে ফোন করে সহযোগিতা চান। সেই সময় মাধ্যমিক শিক্ষা অফিসার রাগান্বিত হলে দুজনের মধ্যে ফোন করলেই বাগ বিতন্ডা হয়। পরে তা উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে নিষ্পত্তিও হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close