তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

  ১১ জানুয়ারি, ২০২২

কলেজছাত্র হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

সুনামগঞ্জের ছাতক উপজেলার কলেজছাত্র আল আমীন হত্যা মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার সুনামগঞ্জের দায়রা জজ ওয়াহিদুজ্জামান শিকদার এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার ছনুয়া গ্রামের আক্কাস মিয়া, মৌজরাই গ্রামের আজিজুল ইসলাম ও লক্ষণসোম গ্রামের সাইদুল হক। তারা আল আমীনের সঙ্গে একই কলেজে অধ্যয়নরত ছিলো।

জানা গেছে, ঘটনার সময় আল আমীন জাউয়া বাজার ডিগ্রি কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। দেবেরগাঁও গ্রামের সফিক উদ্দিনের বাড়িতে লজিং থেকে পড়াশোনা করতেন তিনি। ২০১৬ সালের ১০ অক্টোবর দুপুরে কলেজ প্রাঙ্গণে আল আমীনের সঙ্গে তার সহপাঠী আক্কাস মিয়া, আজিজুল ইসলাম ও সাইদুল হকের ঝগড়া হয়। ঝগড়া শেষে আল আমীন বাড়িতে যাওয়ার সময় সুনামগঞ্জ-সিলেট সড়কের বড়কাপন এলাকায় আক্কাস মিয়া ও অন্যরা তার ওপর হামলা চালায়। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে তারা। পরে আহত অবস্থায় তাকে কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close