আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

  ১১ জানুয়ারি, ২০২২

টিকা পেল ৪০০০ শিক্ষার্থী

বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২-১৮ বছরের চার হাজার শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হয়েছে। এদিকে টিকা দিতে যাওয়া ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না বলে জানায় তারা। গতকাল সোমবার সকাল ৯টায় আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজ মাঠে ফাইজারের টিকার প্রথম ডোজের উদ্বোধন করেন ইউএনও শ্রাবনী রায়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু রেজা খান, জেলা পরিষদের সদস্য মুনজু আরা বেগম, উপজেলা প. প. কর্মকর্তা ডা. মোমিনুল ইসলাম প্রমুখ।

আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, গতকাল সোমবার উপজেলার আই পি জে পাইলট উচ্চ বিদ্যালয়, গার্লস স্কুল এ্যান্ড কলেজ, সান্তাহার হার্ভে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, সান্তাহার বিপি উচ্চ বিদ্যালয়, উথরাইল উচ্চ বিদ্যালয়, সাওইল দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও জেএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রথম ডোজ টিকা দেওয়া হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close