মৌলভীবাজর প্রতিনিধি

  ২৫ নভেম্বর, ২০২১

কুলাউড়ায় ইউপি নির্বাচন

আচরণবিধিভঙ্গের দায়ে ৩৩ প্রার্থীকে জরিমানা

কুলাউড়ায় ইউনিয়ন পরিষদের নির্বাচনী আচরণ বিধি প্রতিপালনে কঠোর অভিযান চালাচ্ছে উপজেলা প্রশাসন। উপজেলার বিভিন্ন ইউনিয়নে দুই জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করছেন। গত সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার টিলাগাঁও, হাজীপুর ও শরীফপুর ইউনিয়নে ও রবিবার উপজেলার রাউৎগাঁও, পৃথিমপাশা ও কর্মধা ইউনিয়নে নির্বাচন আচরণবিধি তদারকিতে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এ সময় আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৩৩ প্রার্থীকে মোট ১ লাখ ২৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লা ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম।

মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লা বলেন, নির্বাচনী আচরণ বিধি প্রতিপালনে নিয়মিত মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হচ্ছে। এছাড়া আচরণবিধি মানতে প্রার্থীদের কঠোরভাবে সতর্ক করা হচ্ছে। যারা বিধি ভঙ্গ করছেন তাদের বিরুদ্ধে জরিমানা করা হচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close