বাগেরহাট প্রতিনিধি

  ২৪ নভেম্বর, ২০২১

পরাজিত প্রার্থীর সমর্থককে চুরি পরিয়ে দিল আ.লীগ নেতা

কচুয়া উপজেলায় পরাজিত প্রার্থীর সমর্থকের বাড়িতে গিয়ে জোর করে চুরি পরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গত শনিবার ইউপি নির্বাচনে কচুয়া সদর ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের নারী প্রার্থী সেলিনা বেগম হেরে যাওয়ার পর গত সোমবার বিকালে তার কর্মী-সমর্থক গিমটাকাঠি গ্রামের মো. মোশারেফ হোসেনের (৭১) বাড়িতে এ ঘটনা ঘটে। গতকাল বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন মোশারেফ শেখ। এ সময় তিনি ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন তিনি।

লিখিত বক্তব্যে মোশারেফ শেখ বলেন, ‘আমি কচুয়া সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের কৃষক লীগের সাবেক সভাপতি। গত ২০ নভেম্বর কচুয়া উপজেলা সদর ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আমি ১, ২, ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ওয়ার্ডের প্রার্থী সেলিনা বেগমের কর্মী-সমর্থক হিসেবে কাজ করি। কিন্তু সেলিনা বেগম নির্বাচনে হেরে যাওয়ার পর বিজয়ী প্রার্থী মোহিনি বেগমের পক্ষে কচুয়া উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক বালী শোকরানা রব্বানি আজাদ ওরফে আজাদ বালি ও তার সমর্থরা আমাকে হুমকি-ধমকি অব্যাহত রাখে। একপর্যায়ে গত সোমবার বিকালে আজাদ বালি, ইকতিয়ার হোসেন, শহিদুল শেখসহ ১৫-২০ জন লোক আমার বাড়িতে গিয়ে হুমকি-ধমকি দিতে থাকে। এ সময় আমার স্ত্রী ও পুত্রবধূসহ পরিবারের অন্য সদস্যদের সামনে জোর করে আজাদ বালির নির্দেশে ইকতিয়ার হোসেন আমার হাতে চুড়ি পরিয়ে দেয়।’

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য বালী শোকরানা রব্বানি আজাদ বলেন, ‘এ ধরনের ন্যক্কারজনক ঘটনা আমার নির্দেশে ঘটেনি। আমাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য এই নাটক সাজানো হয়েছে। যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, আমি তার তীব্র নিন্দা জানাই।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close