মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি

  ২২ নভেম্বর, ২০২১

জোরপূর্বক বৃদ্ধার জমির ধান কাটার অভিযোগ

নওগাঁর মহাদেবপুরে এক বৃদ্ধার দুই বিঘা জমির ধান জোরপূর্বক কাটার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ব্যাপারে উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের চাঁন্দাশ গ্রামের হামিদা বেওয়া (৮৫) বাদী হয়ে চারজনের নামে থানায় অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর ভোর সাড়ে ৫টার দিকে একই গ্রামের মৃত ইসলাম উদ্দিনের ছেলে এনামুল হক ও তার সহযোগীরা ধান কাটতে শুরু করেন। এ সময় ওই বৃদ্ধার লোকজন ধান কাটার বিষয়ে জানতে চাইলে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং ভয়ভীতি দেখিয়ে প্রাণনাশের হুমকি দেন।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত এনামুল হক বলেন, ক্রয়সূত্রে তিনি ও তার সহযোগীরা ওইসব জমির মালিক। তাদের মালিকানাধীন জমির ধান তারা কেটেছেন।

ওসি আজম উদ্দিন মাহমুদ বলেন, মামলার বাদী জমিতে ধান লাগাননি ও তার দখলে নেই। বিষয়টি নিয়ে আদালতে মামলা রয়েছে। বাদীকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close