নেত্রকোনা প্রতিনিধি

  ২১ নভেম্বর, ২০২১

সীমান্তে ১৩ গরু জব্দ

নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলায় অভিযান চালিয়ে ৮ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ১৩টি ভারতীয় গরু জব্দ করেছে বিজিবি। গতকাল শনিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এস এম জাকারিয়া।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল শনিবার ভোর ৪টার দিকে কলমাকান্দা উপজেলার ৫ নম্বর লেংগুড়া ইউনিয়নে অবস্থিত লেংগুড়া বিওপিতে কর্মরত নম্বর হাবিলদার মো. শফিকুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল দায়িত্ব পালন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় সীমান্ত পিলার ১১৭১/২-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কালাপানি নামক স্থানে ফাঁদ পেতে থাকে। এ সময় ভারতের দিক থেকে চোরাকারবারিরা ভারতীয় গরু নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবির টহল দলটি তাদের চ্যালেঞ্জ করলে চোরাকাবারিরা গরু রেখে দৌড়ে পালিয়ে যায়। তখন ঘটনাস্থল থেকে ভারতীয় ১৩টি গরু জব্দ করে বিজিবি। জব্দ করা গরুগুলো নেত্রকোনা কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close