পটুয়াখালী প্রতিনিধি

  ২৪ অক্টোবর, ২০২১

লঞ্চের কেবিনে অজ্ঞাত তরুণীর লাশ, আটক ১

পটুয়াখালীতে লঞ্চের কেবিন থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়। শনিবার সকাল ৮টার দিকে সম্রাট লঞ্চের স্টাফ কেবিনের তালা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়। সদর থানার ওসি মনিরুজ্জামান মনির বিষয়টি নিশ্চিত করেছেন।

লঞ্চের বাবুর্চি সোহেল মিয়ার বরাত দিয়ে তিনি জানান, গত শুক্রবার সন্ধ্যায় ঢাকার সদরঘাট থেকে পটুয়াখালীর উদ্দেশে ছেড়ে যায় লঞ্চটি। এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে ওই নারী এবং তার সঙ্গে থাকা আরেকজন পুরুষ কেবিনটি ১ হাজার ৩০০ টাকায় ভাড়া নেয়। রাত ১২টার পর লঞ্চের নিচের ক্যানটিন বন্ধ করে সোহেল সেখানে ঘুমিয়ে পড়ে। সকালে সব যাত্রী নামার পর তিনি রুমের সামনে গিয়ে দেখে তালা দেওয়া। অথচ লঞ্চ থেকে নামার আগে কেবিন বয়দের কাছে চাবি দেওয়ার নিয়ম রয়েছে। নিয়ম না মানার বিষয়টি সোহেল ঘাটের সাবেক ইজারাদার ফারুক মিয়াকে জানান। এ সময় তিনি পুলিশকে খবর দেন। পরে পুলিশ তালা ভেংগে ওই নারীর মরদেহ উদ্ধার করে।

ওসি মনিরুজ্জামান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে তার সঙ্গী পলাতক। জিজ্ঞাসাবাদের জন্য লঞ্চের বাবুর্চি সোহেল মিয়াকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close