হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

  ১৯ অক্টোবর, ২০২১

হিলিতে কমেছে পেঁয়াজের দাম

দিনাজপুরের হিলিতে এক দিনের ব্যবধানে আবার কমেছে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম। গত রবিবার প্রকারভেদে প্রতি কেজি পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি হয়েছে ৪০ থেকে ৪২ টাকায়। গতকাল সোমবার সেই পেঁয়াজ ২ থেকে ৪ টাকা কমে বিক্রি হচ্ছে ৩৬ থেকে ৪০ টাকায়।

পেঁয়াজ কিনতে আসা ক্রেতা মাজহারুল ইসলাম জানান, কয়েক দিনের তুলনায় আবারো কমেছে ভারতীয় পেঁয়াজের দাম। দাম যদি ২০ টাকার মধ্যে থাকতো তবে আরো ভাল হতো। সেই সাথে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি জানান তিনি।

পেঁয়াজ ব্যবসায়ি শাকিল মাহমুদ জানান, ছয় দিন বন্ধ থাকার পর গত রবিবার হিলি স্থলবন্দর দিয়ে প্রচুর পরিমান পেঁয়াজ আমদানি হয়েছে। আমদানির তুলনায় ক্রেতা নেই। অন্যদিকে প্রচুর গরমে পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে। যার জন্য দাম কমতে শুরু করেছে। আমদানি আরো বেশি হলে অল্পদিনের মধ্যেই ৩০ টাকার নিচে আসবে দাম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close