মৌলভীবাজার প্রতিনিধি

  ১৪ অক্টোবর, ২০২১

মৌলভীবাজারে চালু হচ্ছে ট্যুরিস্ট বাস

দেশি-বিদেশি পর্যটকদের ভ্রমণের সুবিধার্থে এবং জেলার দর্শনীয় স্থানকে তুলে ধরতে মৌলভীবাজারে প্রথমবারের মতো চালু হচ্ছে ‘ট্যুরিস্ট বাস’। জেলা প্রশাসনের উদ্যোগে আগামী দুএকদিনের মধ্যে চালু হবে বাসটি। জেলা প্রশাসনের সহকারী কমিশনার নুসরাত লায়লা নীরা জানান, বৃহস্পতিবার অথবা শুক্রবার বিভাগীয় কমিশনার ট্যুরিস্ট বাসটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

সহকারী কমিশনার নুসরাত লায়লা নীরা আরো বলেন, ৪০ সিটের দুটি বাস দিয়ে দুই প্যাকেজে এই সার্ভিস চালু হবে। প্রথম প্যাকেজের ট্যুরিস্ট বাস প্রতিদিন সকাল ৯টায় পর্যটক নিয়ে শ্রীমঙ্গল থেকে যাত্রা শুরু করবে বড়লেখায়। দ্বিতীয় প্যাকেজের বাস একই সময়ে বড়লেখা থেকে শ্রীমঙ্গলে যাত্রা শুরু করবে। ভাড়া ও খাবারের ব্যবস্থা সম্পর্কে উদ্বোধনের পর জানানো হবে।

ভ্রমণে বড়লেখা, কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে রয়েছে চা বাগান, লাউয়াছড়া জাতীয় উদ্যান, গগণটিলা পাহাড়, খাসিয়া পল্লী, মনিপুরী পল্লী, কালা পাহাড়, হাকালুকি হাওর, মাধবপুর লেক, প্রাকৃতিক ঝরণা মাধবকুন্ড জলপ্রপাত, হাম হাম জলপ্রপাত, সিতেশ বাবুর চিড়িয়াখানা, বাইক্কা বিলসহ ইত্যাদি দর্শণীয় স্থান থাকবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close