মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

  ১২ অক্টোবর, ২০২১

বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রতিষ্ঠায় মনোহরগঞ্জে অবহিতকরণ

কুমিল্লার মনোহরগঞ্জে ‘বঙ্গবন্ধুর গণমুখী সমবায় ভাবনার আলোকে বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রতিষ্ঠা’ পাইলট প্রকল্প অংশীজন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার আল জুলফিকার টেকনিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও সোহেল রানা। এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক ড. মো. হারুন-অর-রশিদ বিশ^াস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা সমবায় কর্মকর্তা মো. আল আমিন। উপজেলা সমবায় দপ্তরে কর্মরত মো. শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন পাইলট প্রকল্পের প্রকল্প পরিচালক মো. হেলাল উদ্দিন, সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মো. শরিফ উল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মো. জাকির হোসেন, জেলা পরিষদের সদস্য মাস্টার আবদুল কাইয়ুম চৌধুরী, ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম, সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. জসিম উদ্দিন ভূঁইয়া, ওসি মাহবুব কবির, ঝলম দক্ষিণ ইউপি চেয়ারম্যান মো. জিয়াউর রহমান শাহীন জিয়া প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close