ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

  ১০ অক্টোবর, ২০২১

ভৈরবে ট্রেনের ইঞ্জিন বিকল সাড়ে ৫ ঘণ্টা পরে যাত্রা

ভৈরবে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিটাগাং মেইল ট্রেনের ইঞ্জিনটি বিকল হয়ে যায়। পরে আখাউড়া স্টেশন থেকে বিকল্প ইঞ্জিন নিয়ে সাড়ে পাঁচ ঘণ্টা পর ট্রেনটি ঢাকার উদ্দেশে ভৈরব স্টেশন ত্যাগ করে। চিটাগাং মেইল ট্রেনটি এক নাম্বার লাইনে থাকায় এ সময় দু-একটি ট্রেন ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেলপথে দুই নাম্বার রেললাইন দিয়ে চলাচল করে।

ভৈরব রেলওয়ে সূত্র জানায়, গত শুক্রবার রাত সাড়ে ১০টার সময় চিটাগাং মেইল ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। ভোর সাড়ে ৫টায় ভৈরব রেলওয়ে সেতু পার হয়ে ভৈরব স্টেশনের অদূরে ট্রেনটির বিকল হয়ে পড়ে। পরে আখাউড়া স্টেশন থেকে বিকল্প ইঞ্জিন গিয়ে সকাল সাড়ে ১০টায় পুনরায় ট্রেনটি ঢাকার উদ্দেশে নিয়ে যায়।

স্টেশন মাস্টার মো. নুরুন্নবী বলেন, ভোর ৫টা ২৫ মিনিটের সময় ভৈরব রেলওয় সেতু পার হওয়ার পর হঠাৎ করে ট্রেনের ইঞ্জিন সমস্যা দেখা দেয়। পরে আখাউড়া স্টেশন থেকে বিকল্প ইঞ্জিন এনে ট্রেনটিকে ভৈরব স্টেশন পর্যন্ত আনা হয়েছে। বিকল হওয়া ইঞ্জিনটি এখন স্টেশনের পাঁচ নাম্বার লাইনে দাঁড়ানো আছে বিকল অবস্থাতেই। আর বিকল্প ইঞ্জিন এসে সকাল ১০টা ৩২ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close