বাউফল (পটুয়াখালী ) প্রতিনিধি

  ২৭ সেপ্টেম্বর, ২০২১

বাউফলে যুবলীগ কর্মী হত্যা

মেয়রসহ ১৪ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

বাউফলে যুবলীগ কর্মী তাপস হত্যা মামলায় জেলা আ.লীগের সম্পাদক ও পৌর মেয়র জিয়াউল হক জুয়েলসহ ১৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। রবিবার ওই আদেশ দেন অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আল আমিন। এর আগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কর্তৃক আদালতে দাখিল করা তদন্ত প্রতিবেদন না মঞ্জুর হয়। মামলায় অনুপস্থিত অন্যান্য আসামিদের বিরুদ্ধেও সমন জারি করা হয়েছে।  

ঘটনার সত্যতা নিশ্চিত করেন মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবী (এপিপি) অ্যাড. মো. রিপন খাঁন। তিনি বলেন, যুবলীগ কর্মী তাপস কুমার দাস হত্যা মামলার প্রধান আসামি পৌর মেয়র জিয়াউল হক জুয়েলসহ ১৬ জন আসামিকে অব্যাহতি দিয়ে পিবিআই আদালতে প্রতিবেদন দাখিল করেন। গতকাল রবিবার বাদি পক্ষ ওই প্রতিবেদনের উপর অনাস্থা আবেদন করলে আদালত পিবিআই’র প্রতিবেদন না মঞ্জুর করে মূল এজাহারে বর্ণিত ধারায় মামলা আমলে নেন। এ সময় অনুপস্থিত প্রধান আসামি মেয়র জিয়াউল হক জুয়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close