শাবিপ্রবি প্রতিনিধি

  ২৭ সেপ্টেম্বর, ২০২১

শাবিপ্রবি ও সোনালী ব্যাংকের ১০০ কোটি টাকা সমঝোতা চুক্তি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সোনালী ব্যাংক লিমিটেডের ১০০ কোটি টাকার সমাঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট সভা কক্ষে এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি অনুযায়ী, শাবিপ্রবির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হোলসেল ভিত্তিতে একশ কোটি টাকা পার্র্সোনাল ও গৃহনির্মাণ ঋণ প্রদান করবে সোনালী ব্যাংক। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা তাদের চাকুরীর বয়সসীমা ও বেতন স্কেল অনুযায়ী এই লোন নিতে পারবে। লোনের শর্ত অনুযায়ী, একজন ব্যক্তি সর্বোচ্চ ২০ লাখ এবং সর্বনিম্ন ৫ লাখ টাকা ঋণ নিতে পারবেন। পাঁচ বছরের মধ্যে এই ঋণ পরিশোধ করতে হবে।

অনুষ্ঠানে শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ ঋণ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং সুদের হার আরও কমাতে সোনালী ব্যাংক কর্মকর্তাদের অনুরোধ করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান, অধ্যাপক ড. মুশতাক আহমেদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাস প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close