জামালপুর প্রতিনিধি

  ২৬ সেপ্টেম্বর, ২০২১

ফসলি জমি রক্ষার দাবিতে মানববন্ধন

জামালপুরে ফসলি জমি রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন কৃষকরা। গতকাল শনিবার দুপুরে সদর উপজেলার কোচনধরা এলাকায় এই মানববন্ধন করা হয়।

স্থানীয় কৃষকরা অভিযোগ করেন, পুরাতন ব্রহ্মপুত্র নদ খনন প্রকল্পের আওতায় নরুন্দী ইউনিয়নের কোচনধরা এলাকায় খনন কাজ শুরুর প্রক্রিয়া করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। নদী খননে উত্তোলিত বালি পরিত্যক্ত ও খোলা জায়গায় না ফেলে তিন ফসলি জমিতে রাখার ঘোষণা দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। মানববন্ধনে কোচনধরা এলাকার কৃষক মনসুর আলী বলেন, নদের তীরে তিন বিঘা জমিই তার আয়ের একমাত্র উৎস। এই জমির ফলানো ফসল দিয়ে তার পাঁচ সদস্যের পরিবার চলে।

আরেক কৃষক আনোয়ার হোসেন জানান, এই মাঠে তার তিন বিঘাসহ প্রায় ৬০০ কৃষকের ৮০০ বিঘা জমি রয়েছে। এই জমিতে বছরে তিন ফসল উৎপাদন হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close