দিনাজপুর প্রতিনিধি

  ২৬ সেপ্টেম্বর, ২০২১

দিনাজপুরে হুইপ বলেন

প্রযুক্তির শিক্ষায় মেধাবী হয়ে উঠছেন শিক্ষার্থীরা

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, প্রযুক্তিভিত্তিক শিক্ষার মাধ্যমে আজকের শিক্ষার্থীরা মেধাবী হয়ে গড়ে উঠছেন। আজকে যারা শিক্ষার্থী, আগামীদিনে তারাই দেশটাকে গড়ে তুলবেন। শিক্ষার মানোন্নয়নে যা যা করা প্রয়োজন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই করছেন। বর্তমানে দেশ উন্নয়নশীল দেশের কাতারে। আগামীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকের এই মেধাবী শিক্ষার্থীরা উন্নত দেশের কাতারে নিয়ে যাবেন।

গতকাল শনিবার প্রায় ৮৫ লাখ টাকা ব্যয়ে দিনাজপুর শহরে ইকবাল হাইস্কুলের সম্প্রসারণকৃত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এতে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক বারিউল করিম খান, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, উপজেলা চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শাহীনুর ইসলাম, দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল, প্রেস ক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, সম্পাদক সুব্রত মজুমদার ডলার প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close