মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

  ২৫ সেপ্টেম্বর, ২০২১

অবৈধভাবে প্রবেশের সময় আটক ১১

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে দেশে প্রবেশের সময় ১১ জনকে আটক করেছে বিজিবি। গতকাল শুক্রবার সকালে মুন্ডুমালা সীমান্তের শূন্যলাইন থেকে তাদের আটক করা হয়। মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারত থেকে বিনা পাসপোর্টে দেশে আসার সময় সীমান্তের শূন্যলাইন থেকে ১১ জনকে আটক করা হয়েছে।

আটকরা হলেন টুঙ্গিপাড়ার পাথরঘাটা গ্রামের রণজিৎ মন্ডলের ছেলে রমেশ মন্ডল, তার স্ত্রী মিতালী বিশ্বাস, নারায়ণগঞ্জের বন্দর থানার একরামপুর গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে মোজ্জামেল হোসেন, নড়াইলের কালিয়া থানার পারবুমভাগ গ্রামের মুনজিল শেখের মেয়ে পারভীন শেখ, ঢাকার লালবাগ থানার কামরাঙ্গিরচড় গ্রামের বাবুলের স্ত্রী রুমা, চট্টগ্রামের বুচপুর থানার জলস্তী গ্রামের শরাফত আলীর ছেলে শাহ আলম, সাতক্ষীরার সদর থানার ফিংড়ী গ্রামের মৃত গোপাল রায় চৌধুরীর ছেলে মিন্টু রায় চৌধুরী, একই জেলার আশাশুনি থানার ঝাটিকাটা গ্রামের ভৈরব চন্দ্র সরকারের ছেলে গোবিন্দ সরকার, যশোরের শার্শা থানার বড়কলনি গ্রামের রবিউল হোসেনের ছেলে শুকুর আলী, শুকুর আলীর স্ত্রী জান্নাতুল ফেরদৌস এবং তার ছেলে জোনায়েদ হোসেন। আটকদের নামে মামলা দিয়ে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close