মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

  ২০ সেপ্টেম্বর, ২০২১

আটকে পড়া হরিণ সুন্দরবনে অবমুক্ত

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জয়মনি এলাকার গাজী বাড়ির পিছন থেকে একটি মায়া হরিণ উদ্ধার করেছে বনবিভাগ। গতকাল রবিবার সকাল ৬টার দিকে মায়া হরিণটি উদ্ধার করে চাঁদপাই রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে মায়া হরিণটি সুন্দরবনে অবমুক্ত করা হয়।

বন বিভাগ কর্মকর্তা মিজানুর রহমান বলেন, সুন্দরবন থেকে লোকালয়ে আসা একটি হরিণ রনি গাজীর বাড়িতে নেটে আটকে পড়ে। সেখান থেকে হরিণটি উদ্ধার করা হয়। হরিণটি নেট জালে আটকা পড়ার স্থানে সামান্য ক্ষতের চিহ্ন দেখা যায়। প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ হলে উর্ধবতন কর্তৃপক্ষের নির্দেশে মায়া হরিণটি সুন্দরবনে অবমুক্ত করা হয়।

উদ্ধার কাজে উপস্থিত ছিলেন চাঁদপাই স্টেশন কর্মকর্তা ওবায়দুর রহমান, বনবিভাগ প্রতিনিধি মিজানুর রহমান, ওহিবুল ইসলাম, সিপিজি সদস্য এনামুল সরদার, স্বপন মোল্যা প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close