রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

  ১৬ সেপ্টেম্বর, ২০২১

শীতলক্ষ্যায় গড়ে ওঠা ৪০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী দখল করে গড়ে ওঠা সাবেক মেয়র আবু বাশার বাদশার বাড়ির বাউন্ডারী, উত্তরা জুট মিলের বাউন্ডারী, ফকির ফ্যাশনের জমির বাউন্ডারী, লা রিভারিয়া রিসোর্টের স্থাপনাসহ ৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। গতকাল বুধবার ভেকু (এক্সাভেটর) দিয়ে এই উচ্ছেদ অভিযান পরিচালিত করেন ঘোড়াশাল নদী বন্দর কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট শোভন রাংসার নেতৃত্বে উচ্ছেদ অভিযানটি পরিচালিত হয়।

তত্বাবধায়নে ছিলেন বিআইডব্লিউটিএ ঘোড়াশাল নদী বন্দরের ভারপ্রাপ্ত উপপরিচালক নূর হোসেন স্বপন। এ সময় বিপুল সংখ্যক পুলিশ, উচ্ছেদকর্মী উপস্থিত ছিলো।

এদিকে, উচ্ছেদ অভিযানের সময় হাইকোর্টের নির্দেশে সিএস জরিপ অনুযায়ী নতুন সীমানা পিলার স্থাপনকালে উত্তরা জুট মিলের মালিক দিলীপ কুমার মোদিসহ তাদের কর্মকর্তারা বাধা প্রদান করলে উত্তেজনার সৃষ্টি হয়। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close