কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

  ১৫ সেপ্টেম্বর, ২০২১

ডিবির অভিযান ১৫ দিনে বিপুল মাদক জব্দ

কালীগঞ্জে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বড় ধরনের সাঁড়াশি অভিযান শুরু করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত ২৮ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত ১৫ দিনে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে তারা। পৃথক ৬টি ঘটনায় ৬টি মাদক মামলা হয়েছে। গ্রেপ্তার হয়েছে ৯ মাদক কারবারি। অভিযানে নেতৃত্বদেন গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই জিহাদুল হক, শহিদুল ইসলাম মোল্লা, ওবাইদুর রহমান, বদিউজ্জামান ও বিজন বৈদ্য। গতকাল মঙ্গলববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ডিবির ওসি আমির হোসেন।

ডিবি ওসি আমির হোসেন জানান, উদ্ধার মাদকের মধ্যে রয়েছে ১ হাজার ৫১৫ পিস ইয়াবা, ২০৩ পিস বিয়ার ক্যান ও সাড়ে ১২ মণ দেশীয় চোলাই মদ ও মদ তৈরীর উপকরণ। পৃথক ৬টি মাদকবিরোধী অভিযানে ৯ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা হয়েছে ৬টি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close