দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

  ১৫ সেপ্টেম্বর, ২০২১

দাউদকান্দি পৌর বাজারে ১৭ দোকান উচ্ছেদ

দাউদকান্দি পৌরসভা বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গত সোমবার বিকালে ভোগদখলকারী ব্যবসায়ীরা নিজ উদ্যোগে দোকান ও আসবাবপত্র সরিয়ে নেয়। এরআগে সকালে বিচ্ছিন্ন করা হয় গ্যাস ও বিদ্যুৎ সংযোগ। বিকালে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও কামরুল ইসলাম খান। অভিযান চলে রাত অবধি। এ সময় দাউদকান্দি বাজারের প্রধান সড়কের রাস্তার পাশে থাকা অবৈধ ১৭টি দোকান উচ্ছেদ করে লাল নিশানা টানিয়ে দেয় প্রশাসন। ইউএনও কামরুল ইসলাম খান জানান, জেলা পরিষদ থেকে লিজ নিয়ে এখানে দীর্ঘদিন ব্যবসা করছিলেন উচ্ছেদ হওয়া ভোগদখলকারী ব্যবসায়ীরা। লিজ বাতিল করে নিজেদের পক্ষে দখল নিয়ে জেলা প্রশাসনের নির্দেশে উচ্ছেদ অভিযান চালানো হয়। উচ্ছেদ করা জায়গায় বহুতল ভবন নির্মাণ করে একসনা লিজের ভিত্তিতে দোকান নির্মাণ করে ভাড়া দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close