দুর্গাপুর ( রাজশাহী) প্রতিনিধি

  ১৪ সেপ্টেম্বর, ২০২১

শিক্ষার্থীদের টাকায় লাগানো গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা!

দুর্গাপুর উপজেলার আদর্শ গ্রাম নামে পরিচিত নামোদুরখালী। কিছু উদ্যোমী তরুণ শিক্ষার্থী রোদ-গরমে পথিকের কষ্ট দেখে ২০১৯ সালের ২২ আগস্ট গ্রামের প্রবেশপথে রাস্তার ধার দিয়ে কৃষ্ণচূড়া, কদম, পলাশ, বটগাছসহ বেশ কিছু সৌন্দর্যবর্ধক গাছ লাগায়। গত শনিবার রাতে বেশ কিছু গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ নিয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থী নাজিবুর রহমান সৌরভ জানান, পুরো রাস্তায় কোনোগাছ ছিল না, গরমের সময় পথিকের অনেক কষ্ট হতো। এসব দিক বিবেচনায় গাছগুলো লাগানো হয়েছিল। কিন্তু রাতের আঁধারে কে বা কারা গাছগুলো কেটে ফেলেছে।

উপজেলা বনবিভাগ ও ইউএনও বরাবর অভিযোগ দেওয়া হবে বলেও জানায় সে।

শিক্ষার্থী কাওসার বলেন, গ্রামের সৌন্দর্যবর্ধনে শিক্ষার্থীদের চাঁদার টাকায় সড়কের ধারে লাগানো গাছগুলো আগামী বছরের মধ্যেই ফুল, ফল ও ছাড়া দিত। দুর্গাপুর থানার ওসি হাশমত আলী বলেন, ঘটনা সত্য। তবে অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close