গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

  ১১ সেপ্টেম্বর, ২০২১

প্রতিদিনের সংবাদে খবর প্রকাশের পর

বধ্যভূমিতে স্মৃতিসৌধের ফলক পরিবর্তন

প্রতিদিনের সংবাদসহ বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পর ময়মনসিংহের গৌরীপুরের শালীহর বধ্যভূমির স্মৃতিসৌধের ফলক পরিবর্তন করা হয়েছে। শহীদদের নামের আগে লেখা মুক্তিযোদ্ধা নাম বাদ দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার ময়মনসিংহ গণপূর্ত ও গৃহায়ন কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান চুন্নু ভুল সংশোধন করে ফলক পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন।

১৯৭১ সালে ২১ আগস্ট শালীহর গ্রামে পাকিস্তানি বাহিনীর গণহত্যায় শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধের ফলকে গণহত্যায় শহীদদের নাম মুক্তিযোদ্ধা হিসেবে লেখা হয়। গত ২১ আগস্ট শালীহর গণহত্যা দিবসে ফলকটি স্থানীয় মুক্তিযোদ্ধাদের নজরে এলে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে দ্রুত ভুল সংশোধন করে ফলক পরিবর্তনের দাবি জানান।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুর রহিম বলেন, শালীহর বধ্যভূমিতে নির্মিত স্মৃতিসৌধের ফলকটি পরিবর্তন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাচ্ছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close