নওগাঁ প্রতিনিধি

  ০১ আগস্ট, ২০২১

নির্যাতিত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন এসপি

নওগাঁর মহাদেবপুরে মোবাইল চুরির অপবাদে হাত-পা বেঁধে নির্যাতনের শিকার শিহাব হোসেন (১৪) নামের এক শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া। গত শুক্রবার দুপুরে নওগাঁ-রাজশাহী মহাসড়ক সংলগ্ন বাগাচারা এলাকায় নির্মাণাধীন একটি অটো গ্যাস ফিলিং স্টেশনের সাইট অফিসে এ নির্যাতনের ঘটনা ঘটে। শিহাব হোসেন একই উপজেলার বাগাচারা গ্রামের খোরশেদ আলমের ছেলে। এ দিকে নির্যাতনের ঘটনায় গত শুক্রবার সন্ধ্যায় অভিযুক্ত বকুল হোসেন নামের নাইট গার্ডকে আটক করেছে পুলিশ। শিশুটিকে মহাদেবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ডা. মাহবুবুর রহমান বলেন, মারধর করার কারণে সিহাবের শরীরের বিভিন্ন স্থানে মারত্মকভাবে জখম হয়েছে। তবে আমরা চেষ্টা করছি শিশুটিকে আমাদের সাধ্য অনুযায়ী চিকিৎসাসেবা প্রদানের। এদিকে বিষয়টি জানতে পেরে গতকাল শনিবার সকালে এসপি আবদুল মান্নান মিয়া শিশুটির চিকিৎসার ও ওষুধের সব খরচ বহন করার কথা বলেন।

মহাবেদপুর থানার ওসি আবুল কালাম আজাদ, আটক বকুল হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close