মেহেরপুর প্রতিনিধি

  ৩১ জুলাই, ২০২১

কিস্তি আদায় করায় এনজিওকে জরিমানা

সরকারি নির্দেশ অমান্য করে গ্রাহকের কাছ থেকে ঋণের কিস্তি আদায় করায় রোরাল রি-কনস্ট্রাকশন ফাউন্ডেশকে (আরআরএফ) নামের একটি এনজিওকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার দুপুরে জেলা শহরের ওয়াবদা রোডে আরআরএফের জোন অফিসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মুহাম্মদ অনিক ইসলাম। অভিযানকালে সেনাবাহিনী যশোর সেনানিবাস-২৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের লেফটেন্যান্ট শাদমান ইকবালসহ সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান জানান, কঠোর লকডাউনে সরকারি আদেশে ঋণের কিস্তি আদায় বন্ধের কথা বলা আছে। তারপরও কোনো কোনো এনজিও কিস্তি আদায় করছে। যেসব এনজিও কিস্তি আদায় করছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close