প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৪ জুন, ২০২১

নানা আয়োজনে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির উদ্যোগে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বুধবার বিভিন্ন স্থানে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, র‌্যালি, কেককাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর-

রংপুর ব্যুরো : রংপুরে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরীর দলীয় কার্যালয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু। এ সময় যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, জাতীয় শ্রমিক লীগ ও অঙ্গসংগঠনের নেতরা উপস্থিত ছিলেন। পরে একটি মিছিল নিয়ে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন নেতাকর্মীরা।

টাঙ্গাইল : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক আশরাফুজ্জামান স্মৃতি, নাহার আহমেদ, সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান, পৌর মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, থানা আওয়ামী লীগের সভাপতি তোফা, জেলা ছাত্রলীগের আহ্বায়ক মুস্তাফিজুর রহমান সোহেল প্রমুখ।

শেরপুর : শেরপুর জিকে পাইলট উচ্চবিদ্যালয় হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদের সরকারদলীয় হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাজেদুল হক মিনু, সহসভাপতি ফখরুল মজিদ খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত দে ভানু, প্রচার ও প্রকাশনা সম্পাদক দেবাশীষ ভট্টাচার্য, সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম সেলু, জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।

নোয়াখালী : নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলীয় নেতাকর্মীরা। সকাল ১০টায় নোয়াখালী পৌরসভা ভবন চত্বরে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন পৌর মেয়র শহিদ উল্যাহ খান সোহেলসহ নেতারা। পরে পৌরসভার সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

নরসিংদী : নরসিংদীতে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব হোসেন, সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, শহর আওয়ামী লীগের সভাপতি সাবেক পৌর মেয়র কামরুজ্জামান কামরুল, সম্পাদক ও বর্তমান পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু, জেলা পরিষদের সভাপতি আবদুল মতিন ভূঞা, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব, জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী, ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান মিন্টু, মহিলা আওয়ামী লীগের সভাপতি সুমি সরকার ফাতেমা, সম্পাদক ও পৌর কাউন্সিলর ইয়াসমিন সুলতানা প্রমুখ।

নওগাঁ : নওগাঁয় আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজি রেজাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ বাদল, কোষাধ্যক্ষ আবদুল খালেক, উপপ্রচার সম্পাদক রণজিত সরকারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ : জেলা শহরের শহীদ এম মুনসুর আলী অডিটরিয়ামে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ তালুকদার, সহসভাপতি আবু ইউসুফ সূর্য, অ্যাডভোকেট বিমল কুমার দাস, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদিকা ড. জান্নাত আরা হেনরী তালুকদার, সিরাজগঞ্জ-পাবনা সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি সেলিনা বেগম স্বপ্না, পৌর আওয়ামী লীগের সম্পাদক দানিউল হক মোল্লা প্রমুখ।

গাইবান্ধা : গাইবান্ধায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সৈয়দ শামস-উল আলম হিরুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহসভাপতি ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলু, সুলতান আলী মন্ডল, শহিদুল ইসলাম আবু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলম কোর্ট, সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা, সদস্য শাহ সারোয়ার কবীর, সদর উপজেলা আ.লীগের সভাপতি রেজাউল করিম রেজা, সম্পাদক আমিনুর জামান রিংক প্রমুখ।

আদমদীঘি (বগুড়া) : বগুড়ার আদমদীঘিতে সান্তাহার পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব এসএম জাহিদুর বারীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, সম্পাদক অ্যাড. শেখ কুদরত-ই-এলাহী কাজল, যুগ্ম সাধারণ সম্পাদক নিসরুল হামিদ ফুতু, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন প্রমুখ।

আমতলী (বরগুনা) : বরগুনার আমতলীতে উপজেলা সভাপতি অ্যাড. এম এ কাদের মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মতিয়ার রহমান, ভাইস চেয়ারম্যান মজিবর রহমান, সহসভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম মৃধা, ইউপি চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক ও নব নির্বাচিত চাওড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামন বাদল খান প্রমুখ।

মুক্তা-বাঘা (রাজশাহী) : রাজশাহীর বাঘায় জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করেন বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল ও যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নছিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, সদস্য মাসুদ রানা তিলু, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, বাঘা পৌর সভাপতি আব্দুল কুদ্দুস সরকার, বাঘা পৌর সভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু ও সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ।

বাউফল (পটুয়াখালী) : পটুয়াখালীর বাউফলে ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন সভাপতিত্বে দিবসটি উপলক্ষে আলোচনা সভা প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক চীফ হুইপ ও সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি আ স ম ফিরোজ এমপি। এতে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মোতালেব হাওরাদার, ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার নিশু, সহসভাপতি সামসুল আলম মিয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম ফারুক, এমপি এপিএস আনিচুর রহমান প্রমুখ।

দাউদকান্দি (কুমিল্লা) : দাউদকান্দিতে দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া এমপি। পরে আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আহসান হাবীব লিল মিয়ার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, পৌর মেয়র নাইম ইউসুফ সেইন প্রমুখ।

ধুনট (বগুড়া) : বগুড়ার ধুনটে আলোচনা সভায় প্রধান অ?তিথির বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। উপজেলা আ.লীগের সহসভাপতি গোলাম সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপকমিটির সদস্য মুহাম্মদ আসিফ ইকবাল সনি, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আহসান হাবিব, রেজাউল করিম দুলাল, শফিকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফেরদৌস আলম, মোজাফ্ফর রহমান, ভাইস চেয়ারম্যান মহসিন আলম প্রমুখ।

দুর্গাপুর (নেত্রকোনা) : নেত্রকোণার দুর্গাপুরে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন আল আজাদ। সাধারণ সম্পাদক মো. সাজ্জাদুর রহমান সাজ্জাদের সঞ্চালনায় এতে বক্তব্য দেন উপজেলা আ.লীগের সহসভাপতি এমদাদুল হক খান, উসমান গনি তালুকদার, শ. ম জয়নাল আবেদীন, পৌর মেয়র আলা উদ্দিন, উপজেলা আ.লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক বিভাস সরকার, উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল হান্নান প্রমুখ।

ফুলবাড়ী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের ফুলবাড়ীতে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ। এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হুদা দুলাল, সাবেক সহসভাপতি হাবিবুর রহমান বাবু, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়া, সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল খালেক বসুনিয়া, শামসুল হুদা বন্ধন প্রমুখ।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধার গোবিন্দগঞ্জে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মোবাইল ফোনে বক্তব্য দেন সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি প্রধান আতাউর রহমান বাবলুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সাধারণ সম্পাদক ও সাবেক পৌরমেয়র আতাউর রহমান সরকার ও উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।

গৌরীপুর (ময়মনসিংহ) : ময়মনসিংহের গৌরীপুরে আলোচনা সভায় বক্তব্য দেন পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ রফিকুল ইসলাম দিপু, জেলা পরিষদ সদস্য এইচএম খায়রুল বাসার, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য আবু কাউছার চৌধুরী রন্টি, পৌর কাউন্সিলর আব্দুর রউফ মোস্তাকিম, দেলোয়ার হোসেন বাচ্চু প্রমুখ।

কেরানীগঞ্জ (ঢাকা) : কেরানীগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাল গাছের চারা রোপন করেন। এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ , থানা সেচ্ছাসেবক লীগের সভাপতি মিরাজুর রহমান সুমন, সাধারণ সম্পাদক রমজান আলী মেম্বার প্রমুখ।

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল-মাহমুদ বাবু, ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম মাওলা তপন, কাউন্সিলর মকবুল হোসেন, মহিলা কাউন্সিলর নার্গিস আক্তার, সাবেক কাউন্সিলর জাকির হোসেন, ব্যবসায়ী আরিফুর রহমান আরিফ, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-আইনবিষয়ক সম্পাদক আপন দাস, পঞ্চসার যুবলীগের সভাপতি জাহিদ হাসান, জেলা ছাত্রলীগের সহসভাপতি শান্তনূর, নিমন দাস প্রমুখ।

মির্জাগঞ্জ (পটুয়াখালী) : মির্জাগঞ্জে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গাজী আতহার উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান খান মো. আবুব বকর সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ইসমাইল হোসেন মৃধা, মজিদবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম সরোয়ার কিচলু প্রমুখ।

মহাদেবপুর (নওগাঁ) : মহাদেবপুরে কর্মসূচিতে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিম, উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু, রাবেয়া রহমান পলি, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সামসুজ্জামান বিশ্বাস জামান, জেলা পরিষদের সদস্য রিপন বিশ্বাস প্রমুখ।

কালিয়াকৈর (গাজীপুর) : কালিয়াকৈর উপজেলার চন্দ্রা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য দেন কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশাররফ হোসেন জয়, সাধারণ সম্পাদক শিকদার জহিরুল ইসলাম জয়, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলি, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন, জেলা শ্রমিক লীগের সম্পাদক মফিজুর রহমান লিটন, পৌর শ্রমিক লীগের সভাপতি হারেজ উজ্জামান খান প্রমুখ।

ফেনী : ফেনীতে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী সদর আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদার তপন, ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি, দাগনভূঁঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল প্রমুখ।

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে র‌্যালি-পরবর্তী আলোচনা সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক এমপি মুহাম্মদ জিয়াউর রহমান, সহসভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল ওদুদ, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা বিশ্বাস, অর্থ সম্পাদক এরফান আলী, স্বাস্থ্য ও জনসংযোগবিষয়ক সম্পাদক ডা. দুররুল হোদা, সাংগঠনিক সম্পাদক তাজিবুর রহমান, জেলা যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সম্পাদক শহিদুল হুদা অলক প্রমুখ।

লালমোহন (ভোলা) : ভোলার লালমোহনে আলোচনা সভায় বক্তব্য দেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, জেলা প্রশাসক তৌফিক-ই-লাহি চৌধুরী, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, ইউএনও আল নোমান, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) রাসেলুর রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন প্রমুখ।

উলিপুর (কুড়িগ্রাম) : উলিপুরে আলোচনা সভায় বক্তব্য দেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সম্পাদক মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উলিপুর পৌর মেয়র মামুন সরকার, উপজেলা যুবলীগের আহ্বায়ক জয়নাল আবেদীন, ছাত্রলীগ সভাপতি রাকিবুল ইসলাম রুবেল, সম্পাদক রফিকুল ইসলাম রফিক প্রমুখ।

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) : উল্লাপাড়ায় আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদির রুমী, সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, অধ্যাপক ইদ্রিস আলী, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম প্রমুখ। এদিকে এইচ টি ইমাম পৌর মুক্তমঞ্চে আলোচনা সভায় বক্তব্য দেন সংসদ সদস্য তানভীর ইমাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদির রুমী প্রমুখ।

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) : নাচোল সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবদুল কাদের, জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান প্রমুখ।

হিলি (দিনাজপুর) : দিনাজপুরের হিলিতে কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন প্রমুখ।

আত্রাই (নওগাঁ) : আত্রাইয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী, উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান প্রামাণিক, চৌধুরী গোলাম মোস্তফা বাদল, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাহিদ ইসলাম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি জুয়েল, যুবলীগ সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি মাহদি মসনদ স্বরুপ প্রমুখ।

আটোয়ারী (পঞ্চগড়) : আটোয়ারীতে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বররামপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ফজলুল করিম, সাজ্জাদ সেলিম, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, আবদুল কুদ্দুস, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক ওয়াজেদ আলী প্রমুখ।

মধুখালী (ফরিদপুর) : মধুখালীতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজি আবদুস সালাম মিয়া, সম্পাদক রেজাউল হক বকু, যুগ্ম সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এম এম বাবুল আক্তার, পৌর আওয়ামী লীগের সম্পাদক মির্জা আকতারুজ্জামান খোকন প্রমুখ।

বাগমারা (রাজশাহী) : বাগমারা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কহিনুর বানু প্রমুখ।

মিঠাপুকুর (রংপুর) : রংপুরের মিঠাপুকুরে স্থানীয় বেগম অডিটরিয়ামে আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তব্য দেন স্থানীয় এমপি এইচ এন আশিকুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু, উপজেলা আওয়ামী লীগ নেতা মেজবাহুর রহমান মঞ্জু, আনোয়ার সাদাত লেমন প্রমুখ। পরে উপজেলা আওয়ামী লীগের সভায় বক্তব্য দেন আওয়ামী লীগ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার, আওয়ামী লীগ নেতা ইশারত আলী দুলু প্রমুখ।

মোংলা (বাগেরহাট) : মোংলায় আলোচনা সভায় বক্তব্য দেন থানা আওয়ামী লীগের সভাপতি শুনীল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসে, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শেখ কামরুজ্জামান জসিম, উপজেলা যুবলীগের সভাপতি ও মিঠাখালি ইউপি চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার, পৌর যুবলীগের সভাপতি ও ১নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসেন, পৌর যুবলীগের সম্পাদক শেখ আল মামুন প্রমুখ।

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) : সিরাজদিখান উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মহিউদ্দিন আহম্মেদ, সম্পাদক আবু বকর সিদ্দিক, উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈনূল হাসান নাহিদ, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মতিন হাওলাদার, রশুনিয়া ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এম আর তালুকদার বাবু, সম্পাদক শামীম চৌধুরী চঞ্চল প্রমুখ।

শিবালয় (মানিকগঞ্জ) : শিবালয়ে সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কমান্ডার রেজাউর রহমান খান জানু, সাধারণ আবদুল কুদ্দুস, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মিরাজ হোসেন লালন ফকির, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সুদীপ ঘোষ বাসু, সাংগঠনিক সম্পাদক সুভাষ মজুমদার প্রমুখ।

রুহিয়া (ঠাকুরগাঁও) : রুহিয়ায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন রুহিয়া থানা আওয়ামী লীগের সম্পাদক আবু সাঈদ বাবু, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব, মুক্তিযোদ্ধা আনিসুর, গনেশ চন্দ্র সেন, বিকাশ চন্দ্র সেন প্রমুখ।

ধোবাউড়া (ময়মনসিংহ) : ধোবাউড়ায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোজাম্মেল হোসাইন, যগ্ম সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন, অধ্যাপক নাজমুল হক, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক জিন্নাত আলী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান এরশাদুল হক প্রমুখ।

চাটমোহর (পাবনা) : পাবনার চাটমোহরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম নজরুল ইসলাম, সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক খন্দকার মাহবুব এলাহী বিশু, খন্দকার বজলুল করিম খাকছার, পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিমুদ্দিন মিয়া, জেলা পরিষদ সদস্য হেলাল উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close