পঞ্চগড় প্রতিনিধি

  ২২ জুন, ২০২১

করোনায় মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

পঞ্চগড়ে করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রথম একজন মারা গেছেন। গতকাল সোমবার দেবীগঞ্জ উপজেলায় আক্রান্ত হয়ে আফরোজা আক্তার নামের এক মাদ্রাসা শিক্ষক মারা যান। তিনি উপজেলার ট্রেপ্রিগঞ্জ ইউনিয়নের কোটভাজনি এলাকার নিজ বাড়িতে আইসোলেশনে ছিলেন। তিনি খারিজা ভাজনি দাখিল মাদরাসার সহকারী শিক্ষক ছিলেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত ১৪ জুন নমুনা সংগ্রহের পর ১৬ জুন তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে তাকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছিল। চিকিৎসাধীন গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এনায়েতুর রহমান বলেন, ওই শিক্ষক করোনা পজিটিভ ফল আসার পর হাসপাতালের করোনা ইউনিটে রেখে চিকিৎসা দেওয়ার জন্য অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছিল। কিন্তু তারা হাসপাতালে চিকিৎসা নিয়ে আসতে চাননি। ইউএনও প্রত্যয় হাসান বলেন, স্বাস্থ্যবিধি মেনে গতকাল সোমবার বিকালে তাকে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close