গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

  ১১ জুন, ২০২১

গৌরীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের মধ্যবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবিদুর রহমান।

জানা গেছে, পৌর শহরের সড়কের দুই পাশ দখল করে কিছু অসাধু ব্যবসায়ী অস্থায়ী স্থাপনা নির্মাণ করে মালামাল রেখে ব্যবসা চালিয়ে যাচ্ছিল। এতে করে শহরে যানবাহন ও পথচারীদের চলাচল বিঘিœত হচ্ছিল। এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর বৃহস্পতিবার দুপুরে শহরের মধ্যবাজার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে আট মামলায় আটজন ব্যবসায়ীকে ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদুর রহমান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close