গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

  ১৬ এপ্রিল, ২০২১

ব্রহ্মপুত্রে ডুবে ৩ শিশুর মৃত্যু

ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত বুধবার দুপুরে নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদীন উদ্যানসংলগ্ন ব্রহ্মপুত্র নদে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

নিহতরা হলো নগরীর সানকিপাড়া এলাকায় নাসিমের ছেলে সায়েম (৭), রতন মিয়ার ছেলে আহাদ (১০) ও শহীদুল ইসলামের ছেলে জিহাদ (৮)।

জানা গেছে, বুধবার দুপুরে সানকিপাড়া এলাকার সমবয়সি পাঁচ শিশু শিল্পাচার্য জয়নুল আবেদীন উদ্যানসংলগ্ন ব্রহ্মপুত্র নদে গোসল করতে যায়। আহাদ, সায়েম ও জায়েদ নদের পানিতে তলিয়ে যায়। অন্য দুই শিশু কোনো মতে তীরে ওঠে ডাক-চিৎকার শুরু করে। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীরা ডুবে যাওয়া তিন শিশুকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. কাফিয়া ফেরদৌসী জানান, হাসপাতালে আনার আগেই ওই তিন শিশুর মৃত্যু হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close