শেরপুর প্রতিনিধি

  ১২ এপ্রিল, ২০২১

নদীর ইজারা বাতিল দাবিতে মানববন্ধন

‘নদী বাঁচাও নালিতাবাড়ী বাঁচাও’ এই স্লোগানে শেরপুরের নালিতাবাড়ীতে ভোগাই ও চেল্লাখালী নদীর ১৪২৮ বাংলা সনের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে সুধী সমাজের আয়োজনে প্রায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে ইউএনওর মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন সাংবাদিক এম এ হাকাম হীরা, বিপ্লব দে কেটু, সাইফুল ইসলাম, আবদুল মান্নান সোহেল, মনিরুল ইসলাম মনির, তৌহিদুল ইসলাম খোকন, মনিরুজ্জামান মনির প্রমুখ। বক্তারা জানান, ভোগাই ও চেল্লাখালীর মূল নদীতে এখন আর বালু নেই। তাই কতিপয় অসাধু ব্যবসায়ীরা ইজারার শর্ত ভঙ্গ করে নদী তীর ভেঙে ও গর্ত করে বালু উত্তোলন করে আসছে। এমতাবস্থায় নদীর নাব্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নদীর প্রকৃত অবস্থা ফিরে না আসা পর্যন্ত ইজারা দেওয়া বন্ধ করার দাবি জানান তারা। ইউএনও হেলেনা পারভীন বলেন, স্মারকলিপি পেয়েছি, যথাযথ কর্তৃপক্ষের নিকট পৌঁছে দেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close