নরসিংদী প্রতিনিধি

  ০৯ মার্চ, ২০২১

বকেয়া পরিশোধের দাবিতে শ্রমিকদের অবস্থান কর্মসূচি

নরসিংদী ইউএমসি জুটমিলের অস্থায়ী শ্রমিকরা তাদের পাওনা বকেয়া মজুরি পরিশোধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন। গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত মিলগেটের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

শ্রমিকরা জানান, ২০২০ সালের জুলাই মাসে সরকার লোকসানের কারণ দেখিয়ে নরসিংদী ইউএমসিসহ দেশের সব রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ ঘোষণা করেছিলেন। বন্ধ ঘোষণার পর স্থায়ী ও অস্থায়ী প্রায় ৬ হাজার শ্রমিকের সব পাওনা দুই মাসের মধ্যে পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। প্রতিশ্রুতি অনুযায়ী প্রায় ৩ হাজার স্থায়ী শ্রমিকদের ব্যাংকের মাধ্যমে ১৬০ কোটি এবং সঞ্চয়পত্রের মাধমে ১৪০ কোটি টাকা পরিশোধ করা হয়। কিন্তু অবশিষ্ট আরো প্রায় ৩ হাজার অস্থায়ী শ্রমিক রয়েছেন যাদের সম্পূর্ণ টাকা এখনো পরিশোধ করা হয়নি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close