প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৯ মার্চ, ২০২১

সারা দেশে আন্তর্জাতিক নারী দিবস পালিত

নারীর প্রতি সহিংসতা নয়

‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ^’ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল সোমবার সারা দেশে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সংগঠন সংস্থার উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব আলোচনা সভায় বক্তারা নারীর প্রতি সহিংসতা বন্ধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। প্রতিনিধিদের পাঠানো খবর

বাগেরহাট : কর্মজীবী নারীর প্রকল্প সমন্বয়ক দেওয়ান আবদুস সাফির নেতৃত্বে ফকিরহাট উপজেলার নওয়াপাড়া এলাকায় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে শেখ রুবেল আহমেদ, হাসিবা আক্তারসহ সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে নিয়োজিত নারী শ্রমিকরা উপস্থিত ছিলেন। পরে নওয়াপাড়া শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভোলা : জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত কুমার হালদারের সভাতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী। বক্তব্য রাখেন মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. ইকবাল হোসেন, সদর ইউএনও মো. মিজানুর রহমান, মহিলাবিষয়ক কর্মকর্তা চামেলী বেগম, রাশেদ খান, সৌভন বিশ্বাস, মো. তারেক প্রমুখ।

বগুড়া : বেসরকারি উন্নয়ন সংগঠন লাইট হাউস ও জেলা পুলিশের সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহরে ট্রাক শোভাযাত্রার উদ্বোধন করেন পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বিপিএম। লাইট হাউসের প্রধান নির্বাহী মো. হারুন-অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বগুড়া আইন কলেজের অধ্যক্ষ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী, আবদুর রশিদ, ট্রাফিক ইন্সপেক্টর রফিকুল ইসলাম, ওসি ডিবি আবদুর রাজ্জাক, ওয়াহিদা ইয়াসমিন উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া : স্থানীয় সার্কিট হাউস মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র নায়ার কবির, অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। সভায় বক্তারা উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নারীদের এগিয়ে যাওয়া নিশ্চিত করতে সবার প্রতি আহ্বান জানান।

কুমিল্লা : জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরমা দত্ত, পুলিশ সুপার ফারুক আহমেদ। জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোকেয়া পদকপ্রাপ্ত নারী নেত্রী পাপড়ি বসু, সম্মিলিত নারী ফোরাম সভানেত্রী দিলনাশিন মোহসেন প্রমুখ।

ঝিনাইদহ : শহরের পায়রা চত্বরে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে মানবাধিকার ফোরাম, এইডের জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবিলা প্রকল্পসহ বেশ কয়েকটি উন্নয়ন সংস্থা। এ সময় বক্তব্য রাখেন জেলা মানবাধিকার ফোরাম সভাপতি আমিনুর রহমান টুকু, সাধারণ সম্পাদক শরিফা খাতুন, সনাকের সুরাইয়া পারভীন মলি, মানবাধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি হাফিজুর রহমান, নারী জাগরণী চক্রের পরিচালক পারভীন আরা পপি, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবিলা প্রকল্পের সমন্বয়ক খন্দকার আশরাফুন্নাহার আশা প্রমুখ।

মাগুরা : স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে জেলা প্রশাসন, মহিলাবিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা আলোচনা সভার আয়োজন করে। জাতীয় মহিলা সংস্থা মাগুরা শাখার চেয়ারম্যান কামরুল লায়লা জলির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, সদর ইউএনও আবু সুফিয়ান, মহিলাবিষয়ক অধিদপ্তর মাগুরার উপপরিচালক আবদুল আওয়াল ও জাতীয় মহিলা সংস্থার আবদুল মতিন মোল্যা প্রমুখ। এডাবের আলোচনা সভায় বক্তব্য রাখেন সংস্থার সভাপতি সাবিনা ইয়াসমিন মেরী, সাধারণ সম্পাদক কাজী কামরুজ্জামান, সহ-সভাপতি শফিকুল ইসলাম, নারী নেত্রী কল্যাণী রানি বিশ্বাস, অর্পনা কুন্ডু প্রমুখ।

মুন্সীগঞ্জ : জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। শোভাযাত্রার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার। বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আবদুল মোমেন পিপিএম, সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সুভাস চন্দ্র হীরা, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জ্বল, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুন্নাহার শিল্পী, জেলা সনাকের সভাপতি তানভীর হাসান, পৌর মহিলা কাউন্সিলর নার্গিস আক্তার প্রমুখ।

নরসিংদী : অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কমল কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মতিন ভুঁইয়া, পৌর মেয়র কামরুজ্জামান কামরুল, জেলা পরিষদ প্রধান নির্বাহী আনোয়ারুল হক নাসের, সওজের নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার, এলজিআরডির সিনিয়র সহকারী প্রকৌশলী মো. শাহ আলম, জেলা পরিষদ সহকারী প্রকৌশলী নুর আলম চৌধুরী, জেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক শামীম, জেলা মহিলা সংস্থার সভাপতি তাহমিনা আক্তার লাইলি প্রমুখ।

হিলি (দিনাজপুর) : উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও নূর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, মহিলাবিষয়ক কর্মকর্তা রিতা লস্কর, হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহীদ প্রমুখ।

বদলগাছী (নওগাঁ) : উপজেলা মহিলাবিষয়ক কর্র্মকর্তা মাহমুদা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুমন জিহাদি। বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার কল্পনা, যুব মহিলা লীগের সুরাইয়া আক্তার ফেনসি চৌধুরী, মমতাজ চৌধুরী, মহিলা আওয়ামী লীগের রাহেলা চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা তারিকুল ইসলাম প্রমুখ।

বকশীগঞ্জ (জামালপুর) : আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। উন্নয়ন সংঘ রিকল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী জোৎস্না আক্তারের সঞ্চালনায় এবং ইউএনও মুন মুন জাহান লিজার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ¯িœগ্ধা দাস, ওসি শফিকুল ইসলাম, সহকারী সার্জন তাহমিনা বিনতে নাসীর, মহিলাবিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন, সুশান্ত কুমার চক্রবর্তী, নাসরিন আক্তার প্রমুখ।

বাউফল (পটুয়াখালী) : উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তর আলোচনা সভার আয়োজন করে। ইউএনও জাকির হোসেনের সভাপতিত্বে ও মহিলাবিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক চিফ হুইপ, সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আ স ম ফিরোজ এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোতালেব হাওলাদার, ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিসু, এমপি আ স ম ফিরোজের একান্ত সহকারী আনিচুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সামসুল আলম মিয়া, ওসি মোস্তাফিজুর রহমান প্রমুখ।

ভালুকা (ময়মনসিংহ) : উপজলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও সালমা খাতুনের সভাপতিত্বে ও মহিলাবিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র হ-সভাপতি অ্যাডভোকেট শওকত আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান ড. সেলিনা রশিদ, শিক্ষক আনোয়ারা নিনা ও রহিমা আফরোজ শেফালী।

দাউদকান্দি (কুমিল্লা) : মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তরের আয়োজনে দাউদকান্দি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)। ইউএনও কামরুল ইসলাম খানের সভাপতিত্বে মহিলাবিষয়ক কর্মকর্তা জাকিয়া বেগমসহ উপজেলা মহিলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

আত্রাই (নওগাঁ) : ইউএনও মো. ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান প্রামাণিক, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ও মমতাজ বেগম, ইউপি চেয়ারম্যান আল্লামা শের-ই-বিপ্লব, আওয়ামী লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, ডা. রোকসানা হ্যাপি, যুব উন্নয়ন কর্মকর্তা ফজলুল হক, সাংবাদিক তপন কুমার সরকার প্রমুখ।

সিংগাইর (মানিকগঞ্জ) : ইউএনও রুনা লায়লার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মো. মুশফিকুর রহমান খান হান্নান, সহকারী কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা, মহিলাবিষয়ক কর্মকর্তা রওশন আরা, আনোয়ারা খাতুন, জহুরা খাতুন প্রমুখ।

গফরগাঁও (ময়মনসিংহ) : উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মো. তাজুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মহিলাবিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. সবুজ উপজেলা চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন বাদল, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মো. আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার ও সহকারী কমিশনার (ভূমি) কাবেরী রায়।

গঙ্গাচড়া (রংপুর) : বিশ^খাদ্য কর্মসূচি, আরডিআরএস বাংলাদেশ, পল্লী শ্রী, দি হাঙ্গার প্রজেক্টের সহায়তায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন। সহকারী কমিশনার (ভূমি) শরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মহিলাবিষয়ক কর্মকর্তা মৌসুমী আখতার, ভাইস চেয়ারম্যান সাজু মিয়া ও রাবিয়া বেগম, হাঙ্গার প্রজেক্টের সামসুদ্দীন প্রমুখ।

কালিহাতী (টাঙ্গাইল) : ইউএনও রুমানা তানজিন অন্তরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনছার আলী বিকম, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা পারভীন প্রমুখ।

কমলগঞ্জ (মৌলভীবাজার) : উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক কার্যালয়ের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও আশেকুল হকের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস সম্পাদক মোশাহীদ আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান। আলোচনায় অংশ নেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন, ইসলামিক ফাউন্ডেশনের মাওলানা ইকবাল হোসেন।

কাউখালী (পিরোজপুর) : বেসরকারি উন্নয়ন সংস্থা শারী ও রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে এবং কাউখালী উপজেলা সুনাম কমিটির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন আ. লতিফ খসরু, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শাহিদা হক, প্রেস ক্লাব সভাপতি রতন কুমার দাস, ইউপি সদস্য রিয়াজুল ইসলাম রুবেল, শেখ রিয়াজ আহম্মেদ নাহিদ, রবিউল হাসান মনির প্রমুখ।

মাদারগঞ্জ (জামালপুর) : মহিলাবিষয়ক কর্মকর্তা পারভীন আখতারের সভাপতিত্বে ও ট্রেড প্রশিক্ষক জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাফরোজা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা আবু সাঈদ মো. শাহীনুর খান, আনসার-ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা লায়লা বেগম, এসআই জিন্নত আলী জিন্নাহ প্রমুখ।

আটোয়ারী (পঞ্চগড়) : সভায় সভাপতিত্ব করেন ইউএনও আবু তাহের মো. সামসুজ্জামান। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম। উপজেলা আইসিটি অফিসার শহীদুল ইসলাম শহীদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জয়িতা ও মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, ওসি মো. ইজার উদ্দীন, বিলকিস আক্তার জাহান, মো. নজরুল ইসলাম প্রমুখ।

বাগমারা (রাজশাহীর) : আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও শরিফ আহম্মেদ। সভায় বক্তব্য রাখেন মহিলাবিষয়ক কর্মকর্র্তা খোন্দকার মাক্বামাম মাহমুদা, উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, প্রাণিসম্পদ কর্মকর্তা এস এম মাহাবুবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, মহিলা আওয়ামী লীগের সভাপতি মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক কোহিনুর বেগম, পিআইও মাসুদুর রহমান প্রমুখ।

নবাবগঞ্জ (দিনাজপুর) : পিআইও নাজমুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল কবীর। সভায় স্থানীয় ইউপি সদস্য, সুধীজন ও নারী সদস্যরা উপস্থিত ছিলেন।

মধুপুর (টাঙ্গাইল) : উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও আরিফা জহুরার সভাপতিত্বে ও উপজেলা টিআইবির এরিয়া ম্যানেজার হাবিবুর রহমান চৌধুরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহিনা আক্তার, ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্টিনা নকরেক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল মান্নান, সনাক সভাপতি বজলুর রশিদ খান, এসিডিএফ সভাপতি অজয় এ মৃ প্রমুখ। সভায় বক্তারা নারীর অধিকার, সচেতনতা, বাল্যবিয়ে, সমাজে নারীর ভূমিকা এবং নারী জাগরণের নানা বিষয় তুলে ধরেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close