প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৭ জানুয়ারি, ২০২১

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

দেশের বিভিন্ন এলাকায় গতকাল অসহায় গরিব দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর।

গাইবান্ধা : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিট জেলার ২০০ অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে মঙ্গলবার কম্বল বিতরণ করেছে। এ সময় উপস্থিত ছিলেন ইউনিটের সেক্রেটারি রেজাউল করিম রেজা, সদস্য মৃদুল মোস্তাফিজ ঝন্টু, রেজাউন্নবী রাজু প্রমুখ।

দুর্গাপুর (নেত্রকোনা) : বিরিশিরি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ওয়ালী হাসান তালুকদার কলি শীতার্ত শারীরিক প্রতিবন্ধী আব্দুল হাকিমের ঘরে গিয়ে তার হাতে কম্বল তুলে দেন। তিনি ওই ইউনিয়নের দাখিনাইল গ্রামের বাসিন্দা। তার দুটি পা কেটে ফেলতে হয়েছে। হুইল চেয়ারে বসে চলাচল করেন তিনি। এ ছাড়া সকাল ১১টার দিকে শিরবির গ্রামের প্রাক্তন ওয়ার্ড আ.লীগ সভাপতি মোন্তাজ আলী, আ.লীগ নেতা মন্নাক ফকির, স্বামী পরিত্যক্তা ফাতেমা খাতুন, বিধবা মোমেনা খাতুন, রেজিয়া খাতুনের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

কচুয়া (চাঁদপুর) : কচুয়ায় জাপান শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. জসীমউদ্দিনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলার বিতারা ইউনিয়নের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫ হাজার কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী সালমা শহীদ।

কমলগঞ্জ (মৌলভীবাজার) : কমলগঞ্জে অংকুরের আয়োজনে ১০০ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়। মঙ্গলবার সকালে কমলগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয় মাঠে সাদী হামিদের সঞ্চালনায় রাহাত আদনান সায়েমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মো. জুয়েল আহমেদ। উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন, আনসার শোকরানা মান্না, জসিম উদ্দিন শাকিল প্রমুখ।

কাউখালী (পিরোজপুর) : কাউখালীতে শীতবস্ত্র বিতরণ করেন আওয়ামীলীগ নেত্রী কাজী রুহিয়া বেগম হাসি। তিনি ২০০০ শীতার্তকে কম্বল তুলে দেন। এছাড়া তিনি কাউখালী প্রেস ক্লাব সভাপতি রতন কুমার দাসের হাতে সাংবাদিকদের জন্য শীতবস্ত্র উপহার হিসেবে তুলে দেন। এ সময় আ.লীগ নেতা গাজী ছিদ্দিকুর রহমান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. এনামুল হক উপস্থিত ছিলেন ।

পাইকগাছা (খুলনা) : নবপল্লী রামকৃষ্ণ সেবাশ্রমের উদ্যোগে শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সেবাশ্রম সভাপতি মনোহর চন্দ্র সানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওসি এজাজ শফী, সমাজসেবা অফিসার সরদার আলী আহসান, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রমেন্দ্রনাথ সরকার, স্বপন কান্তি ঘোষ, শশাঙ্ক শেখর বাছাড় প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close