মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি

  ২৬ জানুয়ারি, ২০২১

রাস্তা দখল করে প্রাচীর

নওগাঁর মহাদেবপুরে রামরায়পুর গ্রামের হিয়ারিং (ইট বিছানো) সড়কের আংশিক দখল করে বাড়ির প্রাচীর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের তীর উপজেলার চান্দাশ ইউনিয়নের রামরায়পুর গ্রামের ওমর আলীর ছেলে শামসুদ্দিনের (৩৩) বিরুদ্ধে। এতে ওই গ্রামের শতাধিক মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। এ বিষয়ে ওই গ্রামের বাসিন্দা বেলাল হোসেন বাদী হয়ে রবিবার সকালে ইউএনও মিজানুর রহমান মিলনের কাছে একটি লিখিত অভিযোগ করেছেন।

রামরায়পুর গ্রামের বেলাল হোসেনের বাড়িসংলগ্ন রাস্তার আংশিক দখল করে অভিযুক্ত শামসুদ্দিন গত ১৩ জানুয়ারি সকাল ৯টায় রাস্তার ইট তুলে বাড়িতে নিয়ে যান। পরে সেখানে প্রাচীর নির্মাণ শুরু করেন। সড়কের ওপর প্রাচীর নির্মাণে স্থানীয়রা বাধা দিলে ভয়-ভীতি প্রদর্শন করেন শামসুদ্দিন। বর্তমানে নির্মাণকাজ অব্যাহত রয়েছে।

মহাদেবপুরের ইউএনও মো. মিজানুর রহমান মিলন বলেন, অভিযোগটি তদন্তের জন্য সহকারী কমিশনার (ভূমি) আসমা খাতুনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close