চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

  ২৫ জানুয়ারি, ২০২১

শিবগঞ্জে ২ রাস্তার উন্নয়নকাজ শুরু

দীর্ঘ ১৫ বছর পর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুটি রাস্তার উন্নয়নকাজ শুরু হয়েছে। রাস্তা দুটির একটি হলো শিবগঞ্জ বাজারের মনাকষা মোড় থেকে খাসেরহাট জিসি ভায়া মনাকষাহাট পর্যন্ত সোয়া ১১ কিলোমিটার রাস্তা। অপরটি আটরশিয়াহাট থেকে বোগলাউরি ঘাট পর্যন্ত দুই কিলোমিটার রাস্তা। গতকাল রবিবার বিকালে দুটি রাস্তার নির্মাণকাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

রাস্তা দুটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে সংসদ সদস্যের হস্তক্ষেপে রাস্তা দুটির নির্মাণকাজের উদ্যোগ গ্রহণ করে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর। ৬ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে নির্মাণকাজ বাস্তবায়ন করছে এলজিইডি। অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, এলজিইডির উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ, সার্ভেয়ার আবদুল হাকিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া, দুলর্ভপুর ইউপি চেয়ারম্যান আবদুর রাজিব রাজুসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close