হবিগঞ্জ প্রতিনিধি

  ২৫ জানুয়ারি, ২০২১

৫০ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জের বাহুবলে সরকারি খাল ভরাট করে মাটিবাহী ট্রাক্টর চলাচলের রাস্তা করায় এবং মাটি উত্তোলনের দায়ে একটি ব্রিকসফিল্ড কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রবিবার ইউএনও স্নিগ্ধা তালুকদার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।

ইউএনও স্নিগ্ধা তালুকদার বলেন, উপজেলার ভাদেশ্বর ইউপির বিহারীপুর-খোজারগ্রামে সরকারি খাল ভরাট করে ট্রাক্টর চলাচলের রাস্তা তৈরি ও মাটি উত্তোলনের দায়ে ‘শাপলা’ নামে একটি ব্রিকস ফিল্ড কর্তৃপক্ষকে ৫০ হাজার জরিমানা করা হয়। এছাড়া দ্রুত মাটি অপসারণপূর্বক খালটি আগের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশনা প্রদান করা হয়েছে বলেও জানান ইউএনও।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close