কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

  ২২ জানুয়ারি, ২০২১

শ্মশানে লাশ নিতে বাধার অভিযোগ

উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের শ্মশানে লাশ নিয়ে যাওয়ার সময় রাস্তায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। ১৯৭৫ সালে এই মহাশ্মশান নির্মিত হয়। হিন্দু সম্প্রাদায়ের লোক মৃত্যুবরণ করলে তার সৎকার করা হয় সেখানে। গেল ১৬ জানুয়ারি ওই গোত্রের জলধর বর্মণ নামে একজন মারা যান। ওইদিন বেলা ১১টার দিকে তার মরদেহটি শ্মশানে নিয়ে যাওয়ার পথে স্থানীয় ফাতেমা বেগম, আরবি বেগম, ফুলখানসহ আরো কয়েকজন মিলে লাঠিসোটা নিয়ে তাদের বাধা প্রদান করেন। এ সময় তারা রাস্তায় বাঁশ দিয়ে লাশসহ তাদের অবরোধ করে রেখে অকথ্য ভাষায় গালাগাল করেন।

শ্মশানে আর কখনো লাশ পোড়ানো যাবে না বলে তাদের হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় গত সোমবার দুপুরে ওই শশ্মানের সভাপতি প্রভাত চন্দ্র বর্মণ বাদী হয়ে ইউএনওর কাছে একটি লিখিত অভিযোগ করেন। ঠাকুরপাড়া এলাকার সুনীল চন্দ্র বর্মণ, নিরুপম বর্মণ, সুকেন্দ্র বর্মণ জানান, শ্মশানে যেন শান্তিপূর্ণভাবে লাশ নিয়ে আসতে পারি। ইউএনও কাজী হাফিজুল আমীন জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close