সিলেট প্রতিনিধি

  ১৯ জানুয়ারি, ২০২১

বিনামূল্যে চিকিৎসাসেবা সেনাবাহিনীর

সিলেটে হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে সেনাবাহিনী। গতকাল সোমবার সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী চিকিৎসাসেবা দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এ সময় বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।

সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের ৯১ ফিল্ড অ্যাম্বুলেন্সের তত্ত্বাবধানে মেডিসিন, সার্জারি, নাক-কান-গলা, চক্ষু, স্ত্রীরোগ ও দন্তরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগী দেখেন। সেনাবাহিনীর পক্ষ থেকে রোগীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় ও ‘ফুল কোর্স’ ওষুধ বিতরণ করা হয়। এছাড়া জ্বর, ঠা-া, কাশি ও শ্বাসকষ্ট রোগীর জন্য আলাদা স্ক্রিনিং ও নিরাপদ দূরত্ব বজায় রেখে চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়। সেই সঙ্গে শীতার্ত মানুষের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ করেন কর্মকর্তারা।

এ সময় ১৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, এডিএমএস কনেল মাকসুমুল হাকিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close