প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৭ জানুয়ারি, ২০২১

দুই স্থানে আগুনে ১১ ঘর ছাই

চাঁদপুরের কচুয়া ও কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পৃথক অগ্নিকান্ডে ১১টি বসতঘর পুড়ে গেছে। প্রতিনিধিদের পাঠানো খবর

কচুয়া (চাঁদপুর) : কচুয়া উপজেলার তেতৈয়া গ্রামে অগ্নিকান্ডে আটটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, অগ্নিকান্ডে তাদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।

গত শুক্রবার মধ্যরাতে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। আগুন নেভাতে এসে পাঁচজন স্থানীয় ব্যক্তি আহত হয়েছেন। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) : ভূরুঙ্গামারীতে আগুন লেগে বসতবাড়ির তিনটি ঘর ও তিনটি গরু পুড়ে ছাই হয়ে গেছে। গত শুক্রবার মধ্যরাতে উপজেলার পাথরডুবি ইউনিয়নের মইদাম মধ্যপাড়া গ্রামের তাজম আলির বসতবাড়িতে অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীর। নাগেশ্বরী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমন মিয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়। তদন্ত করে আগুন লাগার কারণ উদ্ঘাটন করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close