প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৯ অক্টোবর, ২০২০

শ্রদ্ধাভরে স্মরণ শেখ রাসেলকে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৭তম জন্মদিন সারা দেশে পালিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৭তম জন্মদিন গতকাল রোববার সারা দেশে পালিত হয়েছে। বিভিন্ন পর্যায়ের আলোচকরা এদিন শেখ রাসেলকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। এ উপলক্ষে নানা রকম কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে ছিল কেক কাটা, বর্ণাঢ্য শোভাযাত্রা, শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা, কবিতা পাঠ এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ইত্যাদি। প্রতিনিধিদের পাঠানো খবরÑ

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কেক কেটে, বর্ণাঢ্য শোভাযাত্রা, জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মদিন পালিত হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার শেখ রাসেল শিশু নিকেতন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর সমাধিতে গিয়ে শেষ হয়। শেখ রাসেলের বিদেহী আত্মার শান্তি কামনা ও সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে শেখ রাসেল পৌর শিশু পার্কে কেক কেটে শেখ রাসেলের জন্মদিন পালন করা হয়। এরপর সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় টুঙ্গিপাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান মো. সোলায়মান বিশ্বাস, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান সোফিদা আক্তার জোনাকি, উপজেলা ছাত্রলীগ সভাপতি রেজাউল হক বিশ্বাস, পৌর ছাত্রলীগ সভাপতি নুরুল ইসলাম, শেখ রাসেল শিশু কিশোর পরিষদ টুঙ্গিপাড়া শাখা সভাপতি কামরান শেখ প্রমুখ বক্তব্য রাখেন।

রংপুর: জাতীয় শ্রমিক লীগ রংপুর মহানগর শাখার আয়োজনে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় জাতীয় শ্রমিক লীগ মহানগর কার্যালয়ে শ্রমিকলীগের সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী কাঞ্চনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগ রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক এম এ মজিদ ।

পটুয়াখালী : বিকেলে জেলা প্রশাসন ও শিশু একাডেমীর আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী। বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মাদ মইনুল হাসান পিপিএম, জেলা পরিষদের নির্বাহী অফিসার শাহ মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হেমায়েত উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড গোলাম সরোয়ার প্রমুখ।

ব্রাহ্মণবাড়িয়া: দুপুরে স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসন ও শিশু একাডেমি ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াৎ উদ দৌলা খান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামসুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র নায়ার কবির, অতিরিক্ত পুলিশ সুপার রইচ উদ্দিন, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মাহফুজা আখতার। পরে শেখ রাসেলকে নিয়ে রচিত কবিতা ও আবৃত্তি পাঠসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ইবি : বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শেখ রাসেল হলের যৌথ উদ্যোগে হল প্রাঙ্গণে ‘শেখ রাসেল ম্যুরাল’ এ পুষ্পস্তবক অর্পণ এবং জন্মদিনের কেক কাটা হয়। এরপর শেখ রাসেলের বিদ্রেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপউপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, শেখ রাসেল হলের প্রাধ্যাক্ষ অধ্যাপক রবিউল হোসেন, প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তারা।

ইসলামপুর (জামালপুর) : ইসলামপুরে বাহাদুরপুর পূর্বপাড়া বিশেষ শিক্ষা বিদ্যালয়ে (প্রতিবন্ধী) কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন মো. কোরবান আলী মাস্টার। প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মনির উজ্জামান (বাবর আলী), ব্যবসায়ী নুরুল ইসলাম শাহ্ ফকির, শিক্ষক মো. কামরুজ্জামান প্রমুখ।

তাড়াশ (সিরাজগঞ্জ) : সকালে উপজেলা আ.লীগ ও উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের যৌথ উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগ সভাপতি মো. আব্দুল হক, সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, নারী ভাইস চেয়ারম্যান মর্জিনা ইসলাম, যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদুৎ, শেখ রাসেল শিশু কিশোর পরিষদ সভাপতি প্রভাষক সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান প্রমুখ।

ধামরাই (ঢাকা) : ধামরাই পৌরসভার ঢাকা-আরিচা মহাসড়কের দক্ষিণ পাশে সিটি সেন্টারে দোয়া ও আলোচনা সভা শেষে কেক কেটে শেখ রাসেলের জন্মদিন পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-২০ ধামরাই আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ বেনজির আহম্মেদ। অপরদিকে ধামরাই পৌর কার্যালয়ে পৗর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র আলহাজ গোলাম কবির মোল্লার উদ্যোগে দোয়া, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ধামরাই পৌরসভার প্যানেল মেয়র মো. শহীদুল্লাহ্, কাউন্সিলর মো. সাহেব আলী, কাউন্সিলর জাকির হোসেন, কাউন্সিলর আরিফুল ইসলাম, যুবলীগ নেতা হাফিজুর রহমান হাফিজ, হারুন-অর রশিদ রোকন, কামরুল ইসলাম, আলী খান, আমিনুল হাসান গার্নেল, শাহিন দেওয়ান প্রমুখ।

মাধবদী (নরসিংদী) : কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন মাধবদী পৌর মেয়র ও মাধবদী শহর আ.লীগের সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন প্রধান মানিক, ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান ভূইয়া মনির, মো. আসিফ, আবরার সাফি নিহাল, নুর আলম, ইঞ্জামুল হুসাইন জুয়েল প্রমুখ।

নান্দাইল (ময়মনসিংহ) : শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ নান্দাইল উপজেলা শাখার সভাপতি এসএম ফারুক সরকারের সভাপতিত্বে সকাল সাড়ে ৮টায় ফেস্টুন-ব্যানার নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ থেকে বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এসে শেষ হয়। পরে কেক কেটে শেখ রাসেলের জন্মদিন পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নান্দাইল আসনের সংসদ সদস্য আলহাজ মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র মো. রফিক উদ্দিন ভূইয়া, ভারপ্রাপ্ত ইউএনও শোভন রাংসা, আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক শরাফ উদ্দিন ভূইয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার রুকন উদ্দিন আহম্মদ প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close