সাতক্ষীরা প্রতিনিধি

  ২৯ সেপ্টেম্বর, ২০২০

সাতক্ষীরা মেডিকেল কলেজ

তত্ত্বাবধায়কের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলা

জরুরি বিভাগ চালুর দাবিতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয়ে ঢুকে হামলা চালিয়েছে ইন্টার্ন চিকিৎসকরা। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলামকে অবরুদ্ধ করে রাখা হয়। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য শিক্ষা এডুকেটর মুরাদ হোসেন বলেন, ‘জরুরি বিভাগ চালুর জন্য স্যারের রুমের মধ্যে ঢুকে ইন্টার্ন চিকিৎসকরা হামলা চালিয়েছে। স্যারকে মারধর করতে উদ্যত হয়। এ সময় তারা অফিসের চেয়ার, কম্পিউটার ফেলে দেয়।’অন্যদিকে, হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা জানান, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল চালু হলেও গত পাঁচ বছরের মধ্যে জরুরি বিভাগ চালু করা হয়নি। জরুরি বিভাগ চালু না থাকায় আমাদের খাতা কলমে শিক্ষা গ্রহণ করতে হচ্ছে। হাতে-কলমে শিখতে পারছি না। এখানকার দায়িত্বে থাকা চিকিৎসকরা ক্লিনিক ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার ভয়ে জরুরি বিভাগ চালু করছেন না। আমরা চাই জরুরি বিভাগ চালু করা হোক। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার ও মেডিকেল টেকনোলোজিস্ট আবদুল হালিম জানান, ইন্টার্ন চিকিৎসকরা চায় জরুরি বিভাগ চালু করা হোক। এই দাবিতে তারা স্যারের রুমে প্রবেশ করে খারাপ ব্যবহার করেছে। তত্ত্বাবধায়ক স্যারকে রুমে অবরুদ্ধ করে রাখে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close