রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

  ২৫ সেপ্টেম্বর, ২০২০

রৌমারীতে ব্রিজ দেবে যোগাযোগ বিচ্ছিন্ন

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের বন্দবেড় গ্রামের একটি ব্রিজ বন্যার পানির স্রোতে দেবে গেছে। এতে রৌমারী সদরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নির্মিত ৪০ ফুট দৈর্ঘ্যরে ব্রিজটি ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে ২০০০ সালে নির্মিত হয়।

এলাকাবাসী জানায়, উপজেলার বন্দবেড় গ্রামে ২০ বছর আগে ব্রিজটি নির্মাণ করা হয়। এ ব্রিজের সংযোগ সড়ক দিয়ে বন্দবেড়, বাঘমারা, চরবন্দবেড় ও পর্দারচরসহ কয়েকটি গ্রামের মানুষ যাতায়াত করে। রাস্তাটি বন্দবেড় বেড়িবাঁধ থেকে দক্ষিণে ডিসি রাস্তায় গিয়ে মিলিত হয়। এ রাস্তাটি দিয়ে প্রতিনিয়ত প্রায় ১০ হাজার মানুষ যাতায়াত করেন। কৃষকরা তাদের উৎপাদিত ফসল এ রাস্তা দিয়ে উপজেলার বিভিন্ন হাটবাজারে নিয়ে যান। বন্দবেড় গ্রামে দুটি চাল কল রয়েছে। যার মালামাল এ ব্রিজের ওপর দিয়েই আনা নেওয়া হতো। বন্যার পানির স্রোতে ব্রিজটি ভেঙে চালকল দুটির কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে। ফলে চালকলে কর্মরত কয়েকটি পরিবার বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছে। এতে তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

মুক্তিযোদ্ধা আয়নাল হক বলেন, প্রবল বন্যার কারণে ফৌজদারী বেড়িবাঁধটি ভেঙে যায়। সেই রাতে পানির চাপে এই ব্রিজটি ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন ব্রিজসংলগ্ন এলাকার মানুষ।

স্থানীয় বাসিন্দা রেজাউল করিম অভিযোগ করে বলেন, ব্রিজের কাজ নিম্নমানের হওয়ায় বন্যার পানির স্রোতে ব্রিজটি দেবে যায়। সহকারী শিক্ষক মোখলেছুর রহমান, নূর মোহাম্মাদ বলেন, ব্রিজটি ভেঙে আমাদের যোগাযোগ একেবারে বন্ধ হয়ে গেছে।

চালকল মালিক আবুল কাশেম বলেন, ব্রিজটি ভেঙে যাওয়ায় ধান-চালসহ কোনো মালামাল আনা-নেওয়া করতে পারছি না। এতে চালকল বন্ধ হয়ে গেছে।

ইউএনও আল ইমরান বলেন, বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় পানির স্রোতে বন্দবেড় গ্রামে একটা ব্রিজ দেবে যাওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close