সাতক্ষীরা প্রতিনিধি

  ২৪ সেপ্টেম্বর, ২০২০

সাতক্ষীরায় নকল প্রসাধনী জব্দ ব্যবসায়ীর জেল

রাজধানীর চকবাজার থেকে নকল প্রসাধনী এনে সাতক্ষীরার বড় বাজারে গুদামজাত করায় ব্যবসায়ী আলমগীর হোসেনকে ছয় মাসের কারাদ- দেওয়া হয়েছে। বুধবার বেলা একটার দিকে জেলা প্রশাসন, এনএসআই ও র‌্যাবের এ যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে আট লাখ টাকার নকল প্রসাধনী জব্দ করা হয়েছে। আলমগীর হোসেন বড়বাজারের আলমগীর স্টোরের মালিক।

অভিযান শেষে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল আমিন জানান, এসএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে ও জেলা প্রশাসকের নির্দেশনায় এ অভিযান চালানো হয়। অভিযানকালে আলমগীর স্টোরের গোডাউন থেকে বিএসটিআইয়ের অনুমোদনহীন দেশীয় তৈরি বিপুল পরিমাণ নকল কসমেটিক্স, শ্যাম্পু ও কিছু ভারতীয় কসমেটিক্স জব্দ করা হয়েছে। জব্দকৃত পন্যের আনুমানিক মূল্য আট লাখ টাকা। অভিযানকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা এনএসআইয়ের উপপরিচালক জাকির হোসেন, র‌্যাব ক্যাম্পের কমান্ডার বজলুর রশীদ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল আমিনসহ সঙ্গীয় ফোর্স।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close