পটুয়াখালী প্রতিনিধি

  ২৩ সেপ্টেম্বর, ২০২০

পটুয়াখালীর কালিকাপুর

আধা কিলোমিটার কাঁচা সড়কে যত দুর্ভোগ

সড়কে চলতে গেলে মনে হয় যেন খানাখন্দ। কাদামাটিতে গড়াগড়ি খেতে হয় অনেক সময়। এ অবস্থা সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের আধা কিলোমিটার কাঁচা সড়কের। সড়কটি ৬নং ওয়ার্ডের পাকা রাস্তার মাথা থেকে পূর্বদিকে নুরুল হক মৃধাবাড়ি পর্যন্ত গেছে।

দেখা গেছে, এ সড়কে দুটি বড় নালা রয়েছে। মানুষ গামছা পড়ে কোমড় সমান পানি ও কাদামাটির পেরিয়ে চলাচল করছে। এ সড়কটি দিয়ে প্রতিদিন কয়েকশ’ মানুষ শহরে, বাজারে ও হাসপাতালে যাতায়াত করে।

এ বিষয়ে ৬নং ওয়ার্ডের কাউন্সিলর বেল্লাল ফকির জানান, সড়কটি কেন সংস্কার হচ্ছে না জানি না। তবে শুনেছি, টাকা বরাদ্দ হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close