পলাশ (নরসিংদী) প্রতিনিধি

  ২৩ সেপ্টেম্বর, ২০২০

খবর প্রকাশে টনক নড়ল প্রশাসনের

ঘরের তালা খুলে গেল হরিজনদের

ঘোড়াশাল ইউরিয়া সারকারখানায় অর্ধশতাধিক হরিজন পরিবারের সদস্যদের চাকরিচ্যুত করার পর তাদের ঘরে তালা দিয়েছিল কর্তৃপক্ষ। এ নিয়ে গত ১৯ সেপ্টেম্বর প্রতিদিনের সংবাদ পত্রিকায় ‘পলাশের চাকরিচ্যুত হনিজনদের বাসায় তালা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। পরে বিষয়টি নিয়ে টনক নড়ে সার কারখানা কর্তৃপক্ষের। গত সোমবার সন্ধ্যায় তালা খুলে দেওয়া হয়। এছাড়া হরিজনদের পুনর্বাসন না করা পর্যন্ত সেখানেই তাদের থাকার আশ্বাস প্রদান করা হয়।

বাংলাদেশ হরিজন যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব পঙ্কজ বাসফোর বলেন, কারখানা কর্তৃপক্ষ আমাদের চাকরিচ্যুত করার পর এখানে থাকার বাসস্থানটিও কেড়ে নিচ্ছিল। আমরা অসহায় হয়ে পড়েছিলাম। এ অবস্থায় প্রতিদিনের সংবাদ পত্রিকা আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল। এ জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। ঘোড়াশাল ইউরিয়া সার কারখানার সিবিএ সভাপতি আমিনুল ইসলাম ভূইয়া জানান, সোমবার সন্ধ্যায় সারকারখানা কর্তৃপক্ষের নির্দেশে বন্ধ ঘরের তালা খুলে দেয়া হয়েছে। পুনর্বাসন না করা পর্যন্ত তারা এখানেই বসবাস করবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close