তানোর (রাজশাহী) প্রতিনিধি

  ২১ সেপ্টেম্বর, ২০২০

তানোরে চোলাই মদসহ নারী আটক

১০ লিটার চোলাই মদসহ আগসটিনা বাসকি (৩৭) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার মোহনপুর কচুয়াপুকুর সরলাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আগসটিনা উপজেলার পাঁচন্দর ইউনিয়নের মোহনপুর কচুয়াপুকুর সরলাপাড়া গ্রামের লাল বাসকি’র মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে তানোর থানার অফিসার ইনর্চাজ (ওসি) রাকিবুল হাসান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কচুয়াপুকুর সরলাপাড়া এলাকাতে অভিযান চালানো হয়েছে। থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াছির আরাফাতের নেতৃত্বে অভিযানে ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

এসময় এক চিহ্নিত নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে থানায় মামলা দায়ের করা হয়। ওসি আরও বলেন, রোববার দুপুরে আইনী প্রক্রিয়া শেষে গ্রেফতার আগসটিনাকে আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close