রমজান আলী, নান্দাইল (ময়মনসিংহ)

  ২১ সেপ্টেম্বর, ২০২০

নান্দাইলে ৩ যুগে শুধু সেতুর ভিত্তি স্থাপন

দুই গ্রামের একমাত্র সাঁকোটিও নড়বড়ে

একে তো নড়বড়ে, তার ওপর খালের পানি বেড়ে গেলে সাঁকোটির বেশ কিছু অংশ তলিয়ে যায়। তারপরও ঝুঁকিপূর্ণ এই সাঁকোটিই ভরসা দুই গ্রামের মানুষের। এভাবেই বছরের পর বছর গ্রামবাসীদের এই সাঁকো দিয়েই যাতায়াত করতে হয়। এদিকে, সাঁকো পারাপারে প্রায় সময়ই ঘটছে দুর্ঘটনা। এদিকে, সেতু নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন হলেও কাজই শুরু হয়নি। এই অবস্থা নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের আমুদাবাদ ও পুরহরি গ্রামের মানুষের।

১২০ ফুট চওড়া খালের ওপর নির্মিত বাঁশের সাঁকোটিই একমাত্র ভরসা তাদের। আমুদাবাদ গ্রামের বাসিন্দা সবুজ মিয়া জানান, দুই গ্রামের সংযোগ ও যাতায়াতের জন্য একটি সেতু নির্মাণ হয়নি। নির্বাচন এলেই প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা হাজির হন। কিন্তু নির্বাচিত হওয়ার পর সেই প্রতিশ্রুতি ভুলে যান।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেল হোসেন ভূঁইয়া কাইয়ুম জানান, খালের ওপর সেতু নির্মাণ জরুরি। কারণ দুই গ্রামের জনসাধারণের যোগাযোগের একমাত্র মাধ্যম এই খাল। সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন দুই বছর আগে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেও কাজ শুরু হয়নি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close