পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

  ০৮ আগস্ট, ২০২০

পাইকগাছায় বাঁধ ভেঙে ৩ গ্রাম প্লাবিত

খুলনার পাইকগাছার দেলুটি ইউনিয়নের চক্রিবক্রি বদ্ধ জলমহলের বাঁধ ভেঙ্গে ৩টি গ্রাম প্লাবিত হয়েছে। ধানের বীজতলাসহ ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। গতকাল শুক্রবার স্থানীয় ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডলের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামত করে প্লাবিত এলাকা রক্ষার চেষ্টা চলছে।

কিছুদিন আগেই ঘূর্ণিঝড় আম্পানে উপজেলার দ্বীপ বেষ্টিত ৪নং দেলুটি ইউনিয়ন শিবসা নদীর গেওয়াবুনিয়া ও কালিনগরের ওয়াপদার বাঁধ ভেঙ্গে ব্যাপক এলাকা প্লাবিত হয়। যার ক্ষয়ক্ষতির রেশ কাটিয়ে উঠতে না উঠতেই গত বুধবার দুপুরে জোয়ারের পানির চাপে চক্রিবক্রি বদ্ধ জলমহলের ক্ষতিগ্রস্থ বাঁধ ভেঙ্গে গেওয়াবুনিয়া, পারমধুখালী ও চক্রিবক্রির বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। যাতে আমন ধানের বীজতলা, মৎস্য ঘের, ফসলের ক্ষেত প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছে ঘর-বাড়ি। পানি বন্ধি হয়ে পড়েছেন শতশত পরিবার।

ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, ভাঙ্গন কবলিত এলাকার রিপোর্ট প্রদানের জন্য কানুনগোকে পাঠানো হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close