রংপুর ব্যুরো

  ০৬ আগস্ট, ২০২০

রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, শেখ কামালের জন্মদিন ও জাতীয় শোক দিবস উপলক্ষে রংপুর শহরের বিভিন্ন সড়কের দুইধারে জেলা প্রশাসকের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়। গত মঙ্গলবার দুপুরে বৃক্ষরোপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রংপুর জেলাকে সবুজ নগরীতে রুপান্তরিত করতে সড়কের দুইধারে পরিত্যাক্ত স্থানে ফলজ, বনজ ও ওষুধি ৪০০ গাছ লাগানো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৈয়দ এনামুল কবির, রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু, রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী অফিসার রুহুল আমিন মিঞা, রংপুর মহানগর আ.লীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, মেট্রাপলিটন পুলিশের তাজহাট থানার ওসি শেখ রোকনুজ্জামান প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close