শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ০৬ আগস্ট, ২০২০

শাহজাদপুর

করতোয়ার পাড়ে উপচে পড়া ভিড়

পবিত্র ঈদুল আজহার পরের দিন থেকে শাহজাদপুরের করতোয়া নদী ও থানার ঘাট ব্রীজে বিনোদন প্রেমিদের ছিল উপচে পড়া ভিড়। গত রোব ও সোমবার আকাশ পরিষ্কার থাকায় বিকেল ৫টা থেকেই পৌর সদরে থানার ঘাট সেতু কানায় কানায় ভরে ওঠে। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সব শ্রেণির মানুষেরই শো-ডাউন ছিল থানার ঘাট ব্রীজে। এছাড়াও ব্রীজের নিচে করতোয়া নদীতে বাদ্য বাজনা নিয়ে নৌকায় চড়ে ভিন্ন আমেজে মেতে ছিল যুবকরা। বিকেল থেকে রাত্রি পর্যন্ত বিনোদন প্রেমিদের পদচারণায় মুখর ছিল ব্রীজ এলাকা।

জানা গেছে, শাহজাদপুর একটি বিশাল জনবহুল এলাকা ও প্রথম শ্রেণির পৌরসভা। অথচ এখানে নেই কোন পার্ক, বিনোদনের জায়গা। কিছু জায়গা থাকলেও সেগুলো এখন এক শ্রেণির প্রভাবশালী মহল অবৈধভাবে দখল করে মার্কেট নির্মাণ করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। বিনোদন প্রেমিরা জানান, শাহজাদপুর একটি গুরুত্বপূর্ণ এলাকা। এখানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাঘাবাড়ী মিল্কভিটা পাওয়ার প্লানসহ অনেক স্থাপনা রয়েছে। এদিকে চলন্ত ব্রীজে যেকোন সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা। এজন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ছিল না কোন নিরাপত্তার ব্যবস্থা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close